ভাড়াটিয়া দোকান ছাড়ার নমুনা

 ভাড়াটিয়া দোকান ছাড়ার নমুনা

তারিখ: ২৪/০১/২০২৪ইং

 

প্রাপক,  

সোহেল রানা

ভোগড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়,

বাসন মেট্টো, গাজীপুর।

সূত্রঃ ০১-১১-২০২৩ তারিখে সম্পাদিত চুক্তিপত্র।

বিষয়ঃ নোটিশের মাধ্যমে গ্যারেজ ও দোকান খালি করা প্রসঙ্গে।

জনাব,                                    

গ্যারেজ ও দোকান ভাড়ার চুক্তিপত্রের উল্লেখিত বিষয়ে জানানো যাচ্ছে যে, আমার ব্যবসায় লোকসান হওয়ার কারণে আপনার সাথে সম্পাদিত চু্ক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই চুক্তির পত্রের শর্ত ০৭ অনুযায়ী গ্যারেজ ও দোকান খালি করার ৩ (তিন) মাস আগে আপনাকে লিখিতভাবে অবহিত করা হলো। উক্ত ৩ (তিন) মাসের ভাড়া চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রিম প্রদানকৃত টাকা থেকে সমন্বয় করে নিবেন এবং গ্যারেজ দোকান খালি করার জন্য সহযোগিতা করবেন।

অতএব, বিষয়টি আপনাকে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী লিখিতভাবে জানানো গেল।

নিবেদক,

 

...............................................................................

মোসাঃ কাকলি (মালিক মের্সাস মেঘলা বৃষ্টি এন্টারপ্রাইজ)

স্বামী- মোঃ সেকান্দার

হাল-সাকিন- সাহিদার বাড়ী ভাড়াটিয়া) ভোগড়া,

পোঃ জাতীয় বিশ্ববিদ্যালয়, বাসন মেট্টো, জেলা- গাজীপুর।

 

Post a Comment

Previous Post Next Post